৩ পুলিশের ‘চাঁদাবাজি’: তদন্তের নির্দেশ

রাজধানীর বংশাল থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 05:39 AM
Updated : 23 Oct 2014, 11:20 AM

বংশালের হাজি আবদুল সরকার লেনের ব্যবসায়ী মো. মকবুল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দায়ের করেন।

বংশাল থানার এসআই মুরসিদ এবং কনস্টেবল মোয়াজ্জেম ও প্রদীপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন তিনি।

মহানগর হাকিম মুস্তাফিজুর রহমানের আদালত শুনানির পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে।

বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, মামলাটি সরাসরি আমলে না নিয়ে আদালত আগামী ২৭ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

মকবুল বংশালের ‘কোয়ালিটি এক্সেসরিজ’ নামের একটি প্রতিষ্ঠান চালান।

আর্জিতে বলা হয়, এসআই মুরসিদসহ তিন পুলিশ সদস্য গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টায় বংশালের ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মকবুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ‘ইয়াবা রাখার মামলা’ করাসহ পুরনো মামলায় ‘ফাঁসিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়।

এই পরিস্থিতিতে মকবুল ওই তিন পুলিশকে সাড়ে তিন লাখ টাকা দিতে বাধ্য হন বলে আর্জিতে উল্লেখ করা হয়।

ওই সময় আসামিরা তার কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে সই নিয়ে যায় বলেও মকবুল জানান। 

পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা ও ঘটনা অফিসের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে জানিয়ে প্রমাণ হিসেবে এসব ভিডিও টেপও আদালতে দাখিল করেছেন বাদী।

মকবুল বলেছেন, ঘটনায় পরদিন বংশাল থানায় মামলা করতে গেলে থানা থেকে তাকে বের করে দেওয়া হয়। এ কারণেই তিনি আদালতে আসতে বাধ্য হয়েছেন।