বরিশালে আড়াই টন পলিথিন জব্দ

বরিশাল নগরীর থেকে আড়াই টন পলিথি ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 03:17 PM
Updated : 21 Oct 2014, 03:17 PM

মঙ্গলবার বাজার রোডে ‘আ. রাজ্জাক ম্যানসন’ নামে একটি বহুতল ভবনের নীচ তলায় কয়েকটি গুদামে এ অভিযান চালানো হয়।

নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ রাখার অপরাধে চার মজুদকারীকে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাজার রোড এলাকায় পলিথিনের গুদামের সন্ধান পান তারা। অভিযানের বিষয়টি টের পেয়ে গুদামে তালা ঝুলিয়ে পালিয়ে যায় মজুদকারীরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও মাহামুদা আক্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ছয়টি গুদামের তালা ভেঙ্গে আড়াই টন পলিথিন ব্যাগ উদ্ধার করেন।

পরে ব্যবসায়ী নেতাদের মাধ্যমে পলিথিন মজুদকারী  চারজনকে ডেকে এনে প্রত্যেকে ২৪ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন বাজার রোডের ব্যবসায়ী কাঞ্চন আলী, রাম সাহা, সজল সাহা ও অসীম সাহা।