লাইবেরিয়া ফেরত দুলু আত্মগোপনে

ইবোলা সংক্রমণের দেশগুলোর অন্যতম লাইবেরিয়া থেকে ফিরে আসা গোপালগঞ্জের এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 01:28 PM
Updated : 21 Oct 2014, 01:28 PM

গত ৮ অক্টোবর বাড়ি ফেরেন কোটালীপাড়া উপজেলার আবুল হোসেন দুলু। ১০ দিন বাড়িতে ছিলেন। কিন্তু এরপর তিনি এলাকা থেকে উধাও হয়ে যান।   

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের লোকজন আবুল হোসেন দুলুর বাড়ি গিয়ে তার বসত ঘরটি তালাবদ্ধ দেখতে পেয়ে ফিরে আসেন।

কোটালীপাড়া উপজেলার আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ জানান, উপজেলার নাগরা গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা দীর্ঘ ১৫ বছর ধরে লাইবেরিয়া তেকে গত ৮ অক্টোবর বাড়ি ফিরে আসেন।

এ খবর জানাজানি হলে এলাকার লোকজন তাকে নিয়ে কানাকানি শুরু করে। এরপরই তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপন করেন বলে চেয়ারম্যান হান্নান জানান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুমার কুন্ডু বলেন, “নাগরা গ্রামের মানুষের কাছ থেকে খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবুল হোসেন দুলুর বাড়িতে মেডিকেল টিম পাঠিয়েছিলাম।

“মেডিকেল টিমের সদস্যরা তার ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা ফিরে আসেন।”

মারাত্মক ইবোলা সংক্রমণের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন।