না’গঞ্জ কোর্টে বোমার হুমকিতে নিরাপত্তা জোরদার

বোমা মেরে নারায়ণগঞ্জ জজ আদালত উড়িয়ে দেয়ার হুমকির পর আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 10:21 AM
Updated : 20 Oct 2014, 10:21 AM

সোমবার সকালেও আদালতে প্রবেশের মূল ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অবস্থান নেন।

মূল ফটক তালা বন্ধ করে দিয়ে পকেট গেইট দিয়ে মেটাল ডিটেক্টরে তল্লাশির মাধ্যমে লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান। 

ওসি আসাদুজ্জামান আরো জানান, মোবাইল ফোনে দুই আইনজীবীকে এসএমএস দিয়ে আদালতে বোমা হামলা চালানোর হুমকি দেয়ার ঘটনায় আদালতপাড়ায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেন ও জেলা প্রশাসকের নেজারত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন করেছেন। 

সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান।

গত দুই দিনে নারায়ণগঞ্জের দুইজন আইনজীবীর মোবাইল ফোনে একই নম্বর থেকে এসএমএস করে হুমকি দেয়া হয় যে, শীঘ্রই বোমা জজ কোর্টে হামলা চালানো হবে। এই ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, হুমকিদাতাকে এখনও শনাক্ত করা যায়নি। মোবাইল ফোন নম্বরটি বন্ধ রয়েছে। আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে।