গাজীপুরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আটশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 05:05 PM
Updated : 19 Oct 2014, 05:05 PM
রোববার রাজাবাড়ী ইউনিয়নে দিনভর অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা।

গাজীপুর তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহম্মেদ চৌধুরী বলেন, রাজাবাড়ীতে দোকান ও বাসাবাড়িতে অবৈধভাবে পাইপ লাইনের মাধ্যমে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

অভিযানের সময় গাজীপুর তিতাসের প্রকৌশলী আ ম সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী এ বি এম তোরাব হোসেন,  প্রকৌশলী শাহাব উদ্দিন ও শফিউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।