অধ্যাপক সালাহ্‌উদ্দীন ইতিহাসবোধ তৈরি করেছিলেন: খালেদা

জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, একজন পণ্ডিতের এই মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 03:30 PM
Updated : 19 Oct 2014, 03:30 PM

অধ্যাপক সালাহ্উদ্দীন ৯০ বছর বয়সে রোববার মারা যান। ইতিহাস চর্চায় অবদানের জন্য একুশে ও স্বাধীনতা পদক পাওয়া সালাহ্উদ্দীন আহমদ রাজশাহী, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।

শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক হিসেবে তিনি ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিহাসবোধ তৈরি করেছিলেন, যার মাধ্যমে দেশ, মানুষ, নিজস্ব সংস্কৃতি ও ভাষা সম্পর্কে শিক্ষার্থীরা সম্যক জ্ঞানলাভ করে।”

সর্বজনশ্রদ্ধেয় সালাহ্উদ্দীনের মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষক ও ইতিহাসবিদকে হারাল, বলেন খালেদা।

তিনি সালাহ্উদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন।