ঢাকায় অভিযানে ৮ জন গ্রেপ্তার

রাজধানীর তিনটি এলাকা থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দাবি এরা অস্ত্র বিক্রেতা ও ডাকাত দলের সদস্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 10:34 AM
Updated : 19 Oct 2014, 11:17 AM

পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের দুটি দল কল্যাণপুর, আজিমপুর ও মীর হাজারীবাগ এলাকায় এসব অভিযান চালায়।

গ্রেপ্তারদের মধ্যে তিনজন অস্ত্র বিক্রেতা। এরা হলেন-মো. মনিরুজ্জামান ওরফে শিমুল (৩৯), মো. কামাল হোসেন (৩৬) ও মো. রুহুল আমিন (৩০)।

বাকিরা হলেন- মো. জুলহাস আকন ওরফে জুলহাস (৪৮), মো. আব্দুস সাত্তার (৪৫), মো. আবদুস সাত্তার ঢালী ওরফে রকি (৩২) ও মো. এমদাদ হোসেন (৩০) ও কামাল ওরফে পিচ্চি কামাল।

এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।   

মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল আরও জানান, আট জনের কাছ থেকে সাতটি পিস্তল, একটি শাটারগান, বারোটি ম্যাগাজিন, ৩১টি গুলি, একটি ছোরা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।  

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সন্ধ্যার দিকে কল্যাণপুর থেকে অস্ত্র বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়।

“এদেরমধ্যে শিমুল দীর্ঘদিন ধরে ভারত ও পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে অবৈধপথে অস্ত্র এনে ঢাকায় রাখত এবং এক সহযোগীর মালিকানাধীন প্রাইভেটকার দিয়ে তা বহন করে বিভিন্ন ক্রেতার কাছে পৌঁছে দিত।”

একই সময় লালবাগ থানা এলাকার আজিমপুরে গোরস্তানের কাছে শহীদ মাজারের সামনে ও মীর হাজারীবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে গোয়েন্দারা।