অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্র উদ্ধার, আটক ৩

চাঁদপুরের কচুয়া উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রকে সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 01:35 PM
Updated : 22 Sept 2014, 01:35 PM
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে রাজিব হোসেনকে (১৪) উদ্ধার করা হয়েছে।

রাজিব মনপুরা-বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মনপুরা গ্রামের প্রবাসী আলী আক্কাসের ছেলে।

আটকরা হলেন আইয়ুব আলী (২৪), হেদায়েত উল্লাহ (২৫) ও সুমন (২৪)।

এসআই নাসির উদ্দিন বলেন, রাজিব গত ১৬ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ির ফেরার পথে অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় রাজিবের বোন নার্গিস আক্তার গত ১৮ সেপ্টেম্বর কচুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুৎ সুপার মার্কেট এলাকা থেকে রাজিবকে উদ্ধার করে।