কুড়িগ্রামে প্রবীণ সাংবাদিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি রবীন্দ্রনাথ রায় (৬৮) আর নেই।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 12:32 PM
Updated : 22 Sept 2014, 12:32 PM

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোববার রাত সাড়ে ৮টায়  তার মৃত্যু হয়।

সোমবার দুপুরে তার মরদেহ কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়। এ সময় সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দুপুর দেড়টায় কুড়িগ্রাম পৌর শশ্মান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবীন্দ্রাথ রায় ১৯৭৪ সালে ‘দৈনিক উত্তরা’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৬ সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় যোগ দেন। এছাড়া কাজ করেন ‘দৈনিক নতুন দিন’, ‘দৈনিক শক্তি’ ও আঞ্চলিক পত্রিকা ‘রংপুর চিত্র’ পত্রিকায়।

২০০৪ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাবেক সংসদ সদস্য জাফর আলী, জেলা প্রশাসক এ বি এম আজাদ, পুলিশ সুপার তবারক উল্লাহ, পৌর মেয়র নুর ইসলাম নুরু, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মাহবুবুর রহমান মমিন, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ প্রমুখ।