ভাঙ্গায় দুর্গা মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মণ্ডপে শারদীয় পূজার জন্য নির্মিত দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:42 PM
Updated : 21 Sept 2014, 01:42 PM

ঘারুয়া গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পূজা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। 

ঘারুয়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল জানান, শনিবার রাতে প্রতিমার কাজ শেষ করে তারা বাড়ি যান।

রোববার সকালে এসে দেখতে পান স্বরস্বতী প্রতিমার মাথা ও বুক, কার্ত্তিকের মাথা এবং গণেশের হাত ভেঙে ফেলা হয়।

শারদীয় দুর্গাপূজার বাকি আছে আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে আবার প্রতিমা তৈরি করে পূজা করা সম্ভব হবে কি না এ শংকায় ভুগছেন সংশ্লিষ্টরা। 

ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদ্বীশ চন্দ্র জানান, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে শারদীয় দুর্গাপূজার। এই সময়ে পুনরায় প্রতিমা বানিয়ে পূজা করা সম্ভব নয়।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করেন।

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, প্রতিমা ভাংচুরের বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।