হরতাল নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বর্ডার গার্ড অফ বাংলাদেশও সতর্ক অবস্থানে থাকবে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 05:34 PM
Updated : 20 Sept 2014, 05:34 PM

সংসদকে উচ্চ আদালতে বিচারপতিদের সরানোর ক্ষমতা দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

২০ দলের কর্মসূচির আগের দিন রোববার জোটভুক্ত দল জামায়াতে ইসলামীর হরতাল রয়েছে। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে দলটি গত বৃহস্পতিবারের সঙ্গে রোববারও একই কর্মসূচি দেয়।

এরই প্রেক্ষিতে শনিবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে যেকোন ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করবে পুলিশ। সাদা পোশাকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কাজ করবে গোয়েন্দারা।”

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তায় রক্ষায় র‌্যাব সতর্ক অবস্থানে থাকবে। ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি ও টহল চলবে।”

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করবে বলে সাংবাদিকদের এসএমএসের মাধ্যমে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা।

নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে গত মাসে এই সরকার আমলে প্রথম হরতাল ডেকেছিল  জামায়াতবিরোধী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত।

তবে ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এটাই প্রথম হরতাল কর্মসূচি।

হজযাত্রী পরিবহনের গাড়ি, খাবার হোটেল, ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশবাহী গাড়ি ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে ২০ দলীয় জোট জানিয়েছে।