‘কিডনি রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে’

বাংলাদেশে কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 04:26 PM
Updated : 1 Sept 2014, 04:26 PM
সোমবার দশম সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, বর্তমানে বাংলাদেশে বছরে ৭০ থেকে ৮০ হাজার মানুষের কিডনি বিকল হয়।

“দিন দিন এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে।”

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য-শিক্ষা কর্মসূচি চালু রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরকারের একটি নীতিমালা অনুযায়ী, রোগীর বাবা-মা, ভাই-বোন ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন কিডনি দিতে ও নিতে পারেন।

এক সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ৩৩তম বিসিএসের মাধ্যমে যেসব চিকিৎসকের পদায়ন করা হয়েছে তাদের ‘নড়চড়’ হবে না।

মফস্বলে ‘পোস্টিং’ দিয়ে চিকিৎসকদের সেখানে ধরে রাখতে সাংসদদের সহায়তাও চান স্বাস্থ্যমন্ত্রী।