চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

গণপিটুনির পর গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসা এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 12:17 PM
Updated : 29 August 2014, 02:42 PM

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুস সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস আলী (২৩) নামের ওই হাজতির মৃত্যু হয়।

আব্বাস সাতকানিয়া উপজেলার কড়াইয়া নগর ইউনিয়নের হাদিয়ার পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী ইউনিয়নের কাটিয়াঘাটায়।

অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় লোকজন সোমবার রাতে আব্বাসকে পিটুনি দিয়ে পরদিন ভোরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেপুটি জেলার জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আব্বাসকে চিকিৎসা দিতে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে আব্বাস মারা যান বলে জানান সেলিম।