শিশুসাংবাদিক উৎসব চলছে

‘আমার কথাও যাবে বহুদূর’ ধ্বনি দিয়ে জেলায় জেলায়  চলছে শিশুসাংবাদিক উৎসব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পাবনা, রাজশাহী, মৌলভীবাজার, গোপালগঞ্জ, নোয়াখালী ও বান্দরবানে  নানা অনুষ্ঠান হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 04:51 PM
Updated : 28 August 2014, 04:53 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে  শিশুসাংবাদিক বাছাই ও প্রশিক্ষণের অংশ হিসেবে এ উৎসব আয়োজন করা হয়।  এ কর্মসূচির অংশীদার গ্রামীণফোন।

শিশুসাংবাদিকতার বিশ্বের প্রথম বাংলা সাইট 'হ্যালো'র এ পর্যায়ে শিশুসাংবাদিক বাছাই শুরু হয় গত ২২ অগস্ট।

এ উৎসবের বৃহস্পতিবারের খবরাখবর জানিয়েছেন জেলা প্রতিনিধিরা।

পাবনায় উৎসব শুরু

উৎসব মুখর পরিবেশে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শিশু সাংবাদিক উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার এ উৎসব উদ্বোধন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি।

প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হয়।

এতে পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল গার্লস স্কুল, আদর্শ বালিকা উচ্চ বিদালয়, আরএম একাডেমি স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শহীদ বুলবুল কলেজ, জাগির হোসেন একাডেমি, পাবনা পলিটেকনিক ইনিস্টিটিউটের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্য থেকে ২৫ জনকে শুক্র ও শনিবার শিশুসাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেয়া হবে।

শনিবার বিকেল সাড়ে ৩ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ জেলার ৩ দিনব্যাপী এ উৎসব প্রায় দেড় শতাধিক শিশুকে স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক সরোয়ার উল্লাস, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান রাসেল, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহনসহ আরো অনেকে।

রাজশাহীতে কর্মশালা

রাজশাহীতে উৎসবের দ্বিতীয় দিনে শিশুসাংবাদিকদের কর্মশালা হয়েছে।

হাতে কলমে সংবাদ করার প্রশিক্ষণ নিতে বৃহস্পতিবার সকাল ১০টায় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে শিশুসাংবাদিকরা নগরীর রাজারহাতা হরিজন পল্লী, সপুরা সিল্ক, গ্রেটার রোড, সরকারি মাদ্রসা স্কুলে সরজমিনে যায়।

এতে রাজশাহী নগরীরর ১৪টি স্কুলের ২১জন শিক্ষার্থী অংশ নেয়।

তারা নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে সরাসরি মানুষের সাথে কথা বলে সংবাদ তৈরি করে।

শিশুসাংবাদিক বুশরা তাবাসুম জীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমরা নগরীর গ্রেটার রোড, গোরহাঙ্গা ও ভদ্রা এলাকা ঘুরে শ্রমজীবী শিশুদের সাথে সরাসরি কথা বলি।

“আশা করি তাদের নিয়ে সংবাদ করতে পারবো।”

শিশুসাংবাদিক আরিয়ান আহম্মেদ জানায়, সরকারি মাদরাসা ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য সংগ্রহ করেছে।

রমজান আলী বলেন, “মাত্র কয়েক ঘণ্টার কর্মশালা করে আমরা সরজমিনে সংবাদ সংগ্রহ করতে পারছি এটা সত্যিই আনন্দের ব্যাপার।”

শিশুসাংবাদিকদের প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন হ্যালোর সমন্বয়ক নাহার মওলা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম নাদিম মাহমুদ।

শুক্রবার বিকেল ৪টায় নগরীরর চেম্বার অব কমার্স ভবনে শিশুসাংবাদিকদের স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ জেলার উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ১১৭ জন শিক্ষার্থীকে স্মারক দেয়া হবে।

নোয়াখালীতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ

নতুন নির্বাচিত শিশুসাংবাদিকদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান হয়।

এতে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহেদ প্রিতম, স্থানীয় সাংবাদিক আকবর হোসেন সোহাগ, মুজাহিদুল ইসলাম সোহেল, সাইদুজ্জামান রাজু, ফটোসাংবাদিক সজিব সৌরভ চন্দ, শিশুসাংবাদিক  সানজিদা তাসনিম বিথী, আবরার হোসেন ও অন্যরা।

এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জুর সঞ্চালনা করেন।

এর আগে সকালে প্রশিক্ষণে অংশ নেয়া ২১ জন শিশুসাংবাদিক ৪টি দলে ভাগ হয়ে প্রতিবেদন তৈরি জন্য হাতে কলমে তথ্য সংগ্রহ করে। পরে প্রাপ্ত তথ্য উপাত্ত দিয়ে শিশুসাংবাদিকরা প্রতিবেদন তৈরি করে।

এ সময় শিশুসাংবাদিকদের সাথে পরামর্শক হিসেবে ৪টি দলে ৪জন জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

শুক্রবার বিকেল ৩টায় নোয়াখালী পৌর হলে শিশুসাংবাদিক উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে।

মৌলভীবাজারে কর্মশালা শুরু

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম এ সালাম শিশুসাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন।

গত ২২ অগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৩ জন শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা ২০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক আজিজ হাসান শিশু অধিকার, সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিসহ সাংবাদিকতার নানা বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেন।

উদ্বোধনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়া সঞ্চালনা করেন।

এছাড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স্থানীয় সাপ্তাহিক পাতাকুঁড়ির সম্পাদক নুরুল ইসলাম শেফুল ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব আলোচনা করেন।

কর্মশালার দ্বিতীয় দিনে মাঠ পর্যায়ে তথ্য-চিত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবে শিশুসাংবাদিকরা।

শুভার্থী সভা

এদিন সকালে মৌলভীবাজার শিশু একাডেমি মিলনায়তনে অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টদের নিয়ে শুভার্থী সভার আয়োজন করা হয়েছে।

কর্মশালা শেষে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে শিশুসাংবাদিকদের স্মারক প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ জেলায় শেষ হবে এ উৎসব।

গোপালগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ

গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচিত  ৩০ জন শিশুকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল  ও গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহা প্রশিক্ষণ দেন।

বান্দরবানে শেষ হল প্রশিক্ষণ

বৃহস্পতিবার বেলা ১২টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  দুদিন ব্যাপী কর্মশালা শেষ হযেছে।

শিশুদের প্রশিক্ষণ দেন বিডিনিউজের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মুস্তাফিজ মামুন।

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণি, স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম মনু ও সঞ্জয় কুমার বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি চবাথুই মারমা। সহযোগিতা করেন ‘আমরা কুড়ি’ সংগঠনের চেয়ারম্যান আবদুর রহিম।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে শিশু উৎসবের পর্দা নামবে।