কক্সবাজারে ডাকাতের গুলিতে গৃহবধূ নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একদল ডাকাতের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 08:34 AM
Updated : 22 August 2014, 08:34 AM

নিহত শারমিন আকতার নিলুফা (২৬) ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার সিরাজুল ইসলাম সওদাগরের স্ত্রী।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, শুক্রবার ভোরে রংমহল এলাকায় এঘটনার পর অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি প্রভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ২০/২৫ জনের একটি দল পুলিশ পরিচয় দিয়ে সিরাজুল ইসলামের ঘরের দরজা খুলতে বলে। ঘরের ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে ঘরের বাইরে থেকে গুলি করে তারা। এতে সিরাজুলের স্ত্রী শারমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

“এরপর ডাকাতদল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে এবং সিরাজুলকে মারধর করে ঘরে থাকা সাত ভরি স্বর্ণ, ১২ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।”

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে গ্রামটির চারপাশ ঘিরে ফেলে নোয়াপাড়া সড়কের উপর থেকে আয়াতুল্লাহকে (৪০) আটক করে।  তিনি নোয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতুল্লাহ ডাকাতির কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।