চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বায়েজীদ থানার নয়াহাট এলাকা থেকে একটি শটগান ও ২০ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 02:21 PM
Updated : 19 August 2014, 02:21 PM

মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস থেকে নঈমুল হক মিজান (৩০), মোসলেম উদ্দিন (৩২), আব্দুর রহিম (৩৮) ও চালক মো. ফারুককে (২২) গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার এসআই খান শরীফুল ইসলাম জানান।

তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফরহাদুল আনোয়ারের সহযোগী।

সম্প্রতি ফটিকছড়িতে কয়েকজনকে গুলি করার অভিযোগ থাকা ফরহাদ ওই গাড়িতে থাকলেও দুই সহযোগীসহ পালিয়ে গেছেন বলে জানান তিনি।

এসআই শরীফ জানান, অক্সিজেন এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে মাইক্রোবাসটি থামানোর সংকেত দিলে তা উপেক্ষা করে এগিয়ে যায় চালক।

“এসময় ধাওয়া করে নয়াহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করলে ফরহাদ তার অপর দুই সহযোগী লোকমান ও হায়দারকে নিয়ে পালিয়ে যায়।”

পুলিশ গাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করে ফিলিপাইনের তৈরি একটি শটগান, ২০ রাউন্ড কার্তুজ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানান এসআই খান শরীফ।