খিলগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2014, 07:23 PM
Updated : 14 August 2014, 07:24 PM

খিলগাঁও থানার কনস্টেবল রেজাউল করিম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু ধর্ষণের ঘটনায়  ইয়াসিন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।

ধর্ষিতার বাবা জানান, ১২৭ উত্তর গোড়ানের টিনশেড বাড়ির একটি কক্ষে তারা ভাড়া থাকেন। পাশের কক্ষের বাসিন্দা ইয়াসিন তার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

“পাশের কক্ষে থাকা একটি প্রেসের কর্মচারী ইয়াসিন সন্ধ্যার পর এ ঘটনা ঘটায়। সেটি এলাকার অনেকেই জানে। মেয়ের কান্নার শব্দে তার মা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়,”বলেন তিনি।

তিন বছর ধরে চার হাজার টাকা ভাড়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই টিনশেড কক্ষে থাকেন বলে জানান তিনি।

বাড়ির মালিকের স্ত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ধর্ষিতার বাবা।

তিনি বলেন, “আমরা এ ঘটনায় মামলা করতে চাইলেও বাড়ির মালিকের স্ত্রী থানায় মামলা করতে যেতে দিচ্ছেন না।”

তবে ঘটনার চার ঘণ্টা পর ঘটনাস্থল থেকেই ইয়াসিনকে আটক করা হয়েছে বলে কনস্টেবল রেজাউল জানিয়েছেন।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “শিশুটির পরিবার এ ঘটনায় মামলা করতে চাইলে তাদের কেউ বাধা দিতে পারবে না। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”