বরযাত্রীর বাস খাদে, নিহত ১

নওগাঁয় বরযাত্রীর বাস খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হন অন্তত আট জন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 03:35 PM
Updated : 1 August 2014, 03:35 PM

শুক্রবার সন্ধ্যায় নওগাঁ-বদলগাছী সড়কের কাউয়াতলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত সজীব হাসান (২০) মহাদেবপুর উপজেলার ক্ষুদ্রনারাণয়পুর গ্রামের ফয়জুল হকের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন সানজিল ইসলাম তোয়া (১১), আব্দুল খালেক (২০), মিলন হোসেন (২০), মেহেদী হাসান (২০), নয়ন (১৮), মালা (১৪) ও অরুণ কুমার (২৫)।

এদের মধ্যে মেহেদী হাসান ও অরুণ কুমারকে রাজশাহী মেডিকেল হাসপাতালে এবং চার জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নওগাঁ সদর মডেল থানার ওসি মো. জাকিরুল ইসলাম জানান, দুপুরে নওগাঁর মহাদেরপুর উপজেলার ক্ষুদ্রনারাণয়পুর গ্রামের আব্দুল আজিম মন্ডলের ছেলে আসাদ্দুজ্জামান পিন্টুর (২২) সঙ্গে সদরের বক্তারপুর গ্রামের আজিজুল হকের মেয়ে মোছা. জুঁইয়ের বিয়ে হয়।

সন্ধ্যা ৭টার দিকে ১৪০ জন বরযাত্রী নিয়ে বরের বাড়ির উদ্দেশে যাত্রা করে বরযাত্রীবাহী গাড়ি। নওগাঁ-বদলগাছী সড়কের কাউয়াতলীর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

সদর মডেল থানার এসআই ওয়াদুদ জানান, সংবাদ পেয়ে দুর্ঘটনাকবিলত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।