বেবী মওদুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের কুলখানিতে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 12:34 PM
Updated : 5 Sept 2014, 02:26 PM

শুক্রবার বিকালে প্রয়াত এই সাংবাদিকের ধানমণ্ডির বাসায় তার কুলখানি হয়।

সাংবাদিক, লেখক, অধিকার কর্মী এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ছিলেন তিনি।

কুলখানিতে বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মাদ সালাহ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।

স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তি ও প্রয়াতের সহকর্মী ও স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।

স্পিকার শিরিন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ সাহারা খাতুন, ফজলে নূর তাপস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।

প্রখ্যাত ইতিহাসবিদ সালাহউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম কুলখানিতে অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বৈশাখী টিভির মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী ও আজিজুল ইসলাম ভূঁইয়া, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ কান্তি রায়, জহিরুল আলম, কাশেম হুমায়ুন, হাসান হাফিজ, মইনুল আলম, ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক আবদুস সামাদসহ শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুলখানিতে উপস্থিত ছিলেন।

বেশ কয়েকজন নারী সংসদ সদস্যের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বেবী মওদুদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে যোগ দেন।

প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে বেবী মওদুদ বিবিসি, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রাসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন।

১৯৬৭ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন বেবী মওদুদ। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুকে নিয়ে বইও রয়েছে তার।

নারী অধিকারের পক্ষে সোচ্চার বেবী মওদুদের কাজ রয়েছে প্রতিবন্ধীসহ সমাজের সুবিধাবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। এসব বিষয়ে কয়েকটি বইও লিখেছেন তিনি।