জাফলংয়ে নৌকাডুবিতে নিহত ৩

পর্যটন কেন্দ্র জাফলংয়ে নৌকা ডুবে মারা গেছে পাশের জেলা মৌলভীবাজারের তিনজন, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 03:19 PM
Updated : 31 July 2014, 04:05 PM

বৃহস্পতিবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পর্যটকবাহী নৌকাটি উল্টে গেলে তিনজন ডুবে যান বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন- শ্রীমঙ্গল উপজেলার মিঠামলি গ্রামের খুরশেদ মিয়ার ছেলে শাহাদাত হোসেন শাকিল (১০), বিলবন নগর গ্রামের নাসির মিয়ার ছেলে মামুন মিয়া (২২) এবং গোলবাইড় গ্রামের আব্দুল বারীর ছেলে সাদেক হোসেন (২০)।

সিলেট থেকে ফায়ার-সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরুর পর রাত সোয়া ৯টার দিকে শাকিলের লাশ উদ্ধার করা হয়।

এর আধা ঘণ্টা পর মামুন ও সাদেকের লাশও উদ্ধার হয় বলে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে ১৬ জন পর্যটক নিয়ে ফেরার পথে পিয়াইন নদীর মোহনাস্থল  বল্লাঘাটের পাশেই স্রোতের টানে খেয়া নৌকাটি ডুবে যায়।

তখন নৌকার অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে ওঠতে পারলেও স্রোতে ভেসে যান শাকিল, মামুন ও সাদেক। এরপর সিলেট থেকে ডুবুরি দল আনিয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়।

ঈদের ছুটিতে বাংলাদেশের অন্য পর্যটনকেন্দ্রগুলোর মতো জাফলংয়েও বেশ ভিড় রয়েছে।

পিয়াইন নদীতে গত বুধবারও এক পর্যটক স্রোতে ভেসে গিয়েছিলেন। একদিন পর তার লাশ উদ্ধার করা হয়।