বেনাপোল চেক পোস্টে ছুটি বাতিল

যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্টের কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 02:52 PM
Updated : 26 July 2014, 02:52 PM

মাঝে দুদিন ছাড়া শবে কদর, ঈদ ও সাপ্তাহিক মিলে এবার সাত দিন ছুটি রয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্টে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার সাধন কুমার কুন্ডু, ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও বিজিবির নায়েক সুবেদার হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার সাধন কুমার কুন্ডু জানান, বছরের প্রতিটি দিনই আন্তর্জাতিক চেক পোস্ট খোলা রাখার নিয়ম। তাই ঈদের ছুটি থাকার পরও বিশেষ ব্যবস্থায় যাত্রী পারাপার চালু রাখা হচ্ছে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চেক পোস্টে কর্মরত কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।