মোদিকে খালেদা জিয়ার অভিনন্দন

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2014, 05:40 AM
Updated : 16 May 2014, 05:40 AM

শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরণের মাধ্যমে বেগম খালেদা জিয়া তার অভিনন্দন বার্তাটি পাঠিয়েছেন। বেগম জিয়া ওই পত্রে নিরঙ্কুশ বিজয়ের জন্য নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।”

চিঠির বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, “লোকসভা নির্বাচনে ভারতের জনগনের নিরঙ্কুশ ও শক্তিশালী ম্যান্ডেট পাওয়ার জন্য বেগম জিয়া নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন জানিযেছেন। এই রায় থেকে এটা পরিস্কার হয়েছে নরেন্দ্র মোদি আত্মবিশ্বাসের সঙ্গে ভারতকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।’’

এই ম্যান্ডেটের মাধ্যমে দ্বি-পক্ষীয় সম্পর্কের ইতিবাচক যেসব সম্ভাবনা রয়েছে, সেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশ-ভারতের জনগণের কল্যাণে শুভ ফল বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন খালেদা জিয়া।

অভিনন্দন বার্তায় খালেদা জিয়া আরো বলেন, “দুই দেশে মধ্যে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো স্বচ্ছ ও সামগ্রিক আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক লাভের ভিত্তিতে সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।’’

শমসের মবিন বলেছেন, “খালেদা জিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই নীতির ওপর ভিত্তি করে আগামীতে ভারত-বাংলাদেশ দ্বি-পক্ষীয় সর্ম্পকের উন্নয়ন ঘটবে এবং যেখানে আস্থার ঘাটতি রয়েছে, তা লাঘব হবে।”

সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে অনানুষ্ঠানিক ফলাফলে এ পর্যন্ত প্রয়োজনীয় ২৭২টি আসনের বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ’র প্রার্থীরা। অবশ্য এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।

ধারণা করা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এই জোট তিনশ’র বেশি আসনে জয় পাবে।