সিরাজগঞ্জে প্রতিমা ভাংচুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 06:43 AM
Updated : 24 April 2014, 06:43 AM
বুধবার মধ্যরাতের পর যেকোনো সময়ে উপজেলার পাঙ্গাশী বাজার সংলগ্ন গ্রামপাঙ্গাশী কালিমাতা মন্দিরে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকসহ ছয়টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

ভাংচুরের খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ শাহ এবং ওসি আনিস আহম্মেদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র দাস বলেন, ভোরে ঘুম থেকে উঠে দেখেন প্রতিমাগুলোর বিভিন্ন অংশ মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনটির শরীর থেকে হাত-পা ও মাথা ভেঙ্গে ফেলা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আনিস আহম্মেদ জানান, মন্দিরের ছয়টি প্রতিমা ভাংচুর হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।