পটুয়াখালীতে ‘ইপিআই স্টোরে’ আগুন

পটুয়াখালীতে একটি সরকারি হাসপাতালের ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি- ইপিআইয়ের’ স্টোরে আগুন লেগে পুড়ে গেছে ওই কক্ষে থাকা ভ্যকসিন ও ওষুধসহ মূল্যবান মালামাল।  

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 05:23 AM
Updated : 7 May 2014, 09:25 PM
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘কলাপাড়া ৫০ শয্যার হাসপাতালে’ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেড এইচ খান লেলিন জানিয়েছেন, আগুনে টিকাদান কর্মসূচির আওতাধীন যাবতীয় ওষুধ ও ভ্যাকসিনসহ একটি ফ্রিজ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে।

তিনি বলেন, “রাতে কর্তব্যরত একজন সেবিকা ইপিআই স্টোরে আগুন জ্বলতে দেখে সবাইকে খবর দেন। অন্যরা এসে তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সব পুড়ে গেছে।”

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান লেলিন।