রাতারগুলে স্থাপনা নির্মাণের প্রতিবাদে অনশন

দেশের একমাত্র মিঠাপানির বন রাতারগুলে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সিলেটে ‘আমরণ অনশন’ শুরু করেছে পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 03:32 PM
Updated : 22 April 2014, 03:35 PM

মঙ্গলবার দুপুর ১২টা থেকে সিলেট বিভাগীয় বন অফিসের সামনে অবস্থান নিয়ে এ অনশণ পালন করছে জলারবন সংরক্ষণ কমিটি।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন অনশনকারীরা।

অনশনকারী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানান, ইকো ট্যুরিজমের নামে সংরক্ষিত এ বনের ভেতর ওয়াচ টাওয়ার, স্টাফ কোয়ার্টার ও ইটের রাস্তা তৈরি করছে বন বিভাগ।

এ ছাড়া বনের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ারও উদ্যোগ নেয়ায় হুমকির মুখে পড়বে দেশের একমাত্র জলাবনটির জীববৈচিত্র।

বনটির সুরক্ষার বদলে পর্যটন কেন্দ্র করার প্রকল্প নিয়ে একে ধ্বংসের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।

এর আগে রাতারগুলে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ১৩ই এপ্রিল পরিবশে ও বন মন্ত্রণালয় বরাবর প্রকল্প বন্ধের দাবিতে স্মারকলিপি দেন পরিবেশ আন্দোলনের কর্মীরা।