মেহেরপুরে তামাক ব্যবসায়ী অপহৃত

মেহেরপুরের গাংনী থেকে এক তামাক ব্যবসায়ী অপহৃত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 10:57 AM
Updated : 22 April 2014, 10:57 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় গাংনীর বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে মেহেরপুর যাওয়ার পথে স্থানীয় তামাক ব্যবসায়ী ফাইজুল হক (৩৯) অপহৃত হন বলে জানিয়েছেন গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম।

ফাইজুলের বাড়ি চট্টগ্রামের রাঙুনিয়ায়। উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে তামাক ব্যবসা করতেন তিনি।

তিনি জানান, সরকারি সংস্থা 'সোডাপ' কার্যালয়ের সামনে ফাইজুলের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাকে চড় ও কিলঘুষি মারতে মারতে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।

ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ফাইজুল অপহৃত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

অপহৃত ফাইজুলের চাচা ও ব্যবসায়িক সহযোগী রেজাউল করিমকে উদ্ধৃত করে ওসি জানান, কুষ্টিয়ার ভেড়ামারার তামাক ব্যবসায়ীরা ফাইজুলের কাছে ২০ লাখ টাকা পায়।

"পাওনা টাকা আদায়ের জন্যও ফাইজুলকে অপহরণ করা হয়ে থাকতে পারে।"

এ ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।