ময়মনসিংহে ৪ জেএমবি আবার রিমান্ডে

ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে তিন জেএমবি সদস্য ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক চার জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ১০ দিন হেফাজত মঞ্জুর করেছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 02:50 PM
Updated : 21 April 2014, 02:50 PM

সোমবার ময়মনসিংহে ৪নং আমলী আদালতের বিচারক ফারহানা ইয়াসমীন এ আদেশ দেন। এর আগেও তাদের ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মাজেদুর রহমান জানান, দুপুরে জেএমবি সদস্য আল আমিন, জিয়াউল হক, আজমীর ও গোলাম সরোয়ারকে আদালতে হাজির করে হেফাজতের আবেদন করা হয়।

বিচারক প্রত্যেককে হেফাজতে নিয়ে ১০ দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

গত ১৩ ফেরুয়ারি জেএমবি নেতা সালাউদ্দিন, বোমা মিজানসহ তিন জঙ্গিকে প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ আদালতে একটি মামলায় হাজিরার জন্য নিয়ে আসা হচ্ছিল।

গত ১৩ ফেরুয়ারি ময়মনসিংহ আদালতে নেয়ার সময় ময়মনসিংয়ের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), রাকিবুল হাসান ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়।

এ সময় হামলাকারীদের গুলিতে পুলিশ সদস্য আতিকুর রহমান নিহত হন।

এর পাঁচ ঘণ্টা পর রাকিবুল হাসান ধরা পড়েন এবং পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ঘটনায় পুলিশ জিয়াউল জেএমবি সদস্য আল আমিন, জিয়াউল হক, আজমীর ও গোলাম সরোয়ারকে আটক করে। আটকের পরও একবার তাদের ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।