নোয়াখালীতে গ্রেপ্তার গুজবে তাণ্ডবের ঘটনায় মামলা

নোয়াখালীর চাটখিলে তালিকাভুক্ত সন্ত্রাসী ও বাচ্চু বাহিনী প্রধান মোছলে উদ্দিন বাচ্চুকে গ্রেপ্তারের গুজবে তার সহযোগীদের তাণ্ডবের ঘটনায় দুই শতাধিক লোককে আসামি করে মামলা করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 12:21 PM
Updated : 21 April 2014, 12:21 PM

পুলিশের গাড়ি ভাংচুর, সরকারি গাছ কেটে সড়ক অবরোধ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে চাটখিল থানার এএসআই নাজিম উদ্দিন বাদী হয়ে সোমবার সকালে এ মামলা দায়ের করেন।

পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, মামলায় বাচ্চুর বাহিনীর তিন সদস্য কবির হোসেন, সাদ্দাম ও মিলনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো দুইশ’ জনকে আসামি করা হয়েছে।

র্যা বের হাতে বাচ্চু বাহিনী প্রধান মোছলে উদ্দিন বাচ্চুকে গ্রেপ্তারের গুজবে রোববার রাতে তার সহযোগীরা পুলিশের গাড়ি ভাংচুর, সোবহানপুর বাজারে হামলা, বিভিন্ন আঞ্চলিক সড়কে সরকারি গাছ কেটে অবরোধ সৃস্টি করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

জবাবে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। পরে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসানুল কবিরের নেতৃত্বে ঘটনাস্থলে অর্ধশত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।