আছে ১০ লাখ, নিবন্ধিত ৩৮ হাজার: যোগাযোগমন্ত্রী

দেশে ১০ লাখের মতো মোটরসাইকেল থাকলেও ৩৮ হাজারটির নিবন্ধন রয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 12:07 PM
Updated : 17 April 2014, 01:02 PM

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি(বিএমটিএফ) দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে বিআরটিএ-র মোটরসাইকেলের এ হিসেব তুলে ধরেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “মোটরসাইকেল এখন আমাদের মূর্তিমান আতঙ্ক।

“বিশেষ করে সীমান্ত এলাকায় এ দৃশ্যপট ভয়াবহ।”

এ অবস্থার পরিবর্তন না হলে যানজট ও দুর্ঘটনা কমাতে নেয়া ‘বহুমুখী তৎপরতা’ ভেস্তে যেতে পারে বলে মনে করছেন মন্ত্রী।

পুরানো অনেক রাস্তা বিটুমিন দিয়ে আর সংস্কার করা যাচ্ছে না। এসব সড়ক বেশি লোড নিতে না পারার কারণে কনক্রিটের রাস্তা করার কথা ভাবা হচ্ছে বলেও জানান মন্ত্রী।