Published : 21 Dec 2013, 12:24 PM
শনিবার সকাল ১১টার দিকে শহরের ‘জিরো পয়েন্ট সাতমাথা’ এলাকায় এই ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূঁইয়া জানিয়েছেন।
বগুড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মাসুদুর রহমান হেলাল জানান, ঢাকায় গণজাগরণ মঞ্চের কর্মীদের পুলিশি লাঠিপেটার প্রতিবাদে তারা মানববন্ধনের প্রস্তুতি নেয়ার সময় এই ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণে হেলাল ছাড়াও সাইফুল ইসলাম পল্টু ও দুলাল কুণ্ডু নামে আরো দুজন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনার পর মঞ্চের কর্মীরা পুনরায় সংগঠিত হয়ে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এসআই মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা বিস্ফোরণের পরপরই ২৫/৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ওই কর্মসূচিই পালিত হয়েছে বগুড়ায়।
শনিবার বরগুনায় এক কর্মসূচি থেকে পাকিস্তানের পতাকা ও দেশটির রাজনীতিক ইমরান খানের ছবি পোড়ানো হয়।
এদিকে বগুড়ায় হাতবোমা হামলার নিন্দা জানিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।