Published : 19 Dec 2013, 08:21 PM
বৃহস্পতিবার পাকিস্তানের পতাকা পুড়িয়ে, সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিক ইমরান খানের কুশপুতুল দাহ এবং সমাবেশ-মানববন্ধন করে এ প্রতিবাদ জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পর তাকে ‘অখণ্ড পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক অভিহিত করে এ মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে সোমবার পাকিস্তান জাতীয় পরিষদ প্রস্তাব পাস করে।
এরপর থেকে বাংলাদেশে নিন্দা প্রতিবাদ হয়ে আসছে।
পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ
বরিশাল
যুদ্ধাপরাধী রাজাকার-আল বদরদের পাকিস্তান আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে বরিশালেও বিক্ষোভ মিছিল ও পাকিস্তানী পতাকায় আগুন দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নগরীর সোহেল চত্বর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে পাকিস্তানের পতাকা পোড়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে দুপুর ১টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।
এতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম, প্রগতিশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মাদারীপুর
মাদারীপুরে সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা পাকিস্তানের পতাকা পোড়ায়।
সেই সঙ্গে সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের কুশপুতুলে আগুন দেয় তারা।
মুন্সীগঞ্জ
বিকালে জেলা শিল্পকলা থেকে বিক্ষোভ মিছিল বের করে সাংস্কৃতিক কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে সুপার মার্কেট চত্ত্বরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যে এসে শেষ হয়।
পরে তারা পাকিস্তানের পতাকায় অগ্নি সংযোগ করে।
দিনাজপুর
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, আবুল কালাম আজাদ, সিদ্দিক গজনবী, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সুলতান কামালউদ্দিন বাচ্চু, ওয়াকার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, আওয়ামী লীগ নেতা শরিফুল আহসান লাল, আনোয়ারুল ইসলাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল আলম সাথী প্রমুখ।
মানববন্ধনের পর ইমরান খানের কুশপুতুল এবং পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।
গাজীপুর:
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল শেষে পাকিস্তানের পতাকায় আগুন ও ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।
কুশপুত্তলিকা দাহ
নরসিংদী
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদর উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ইমরানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
রংপুর
অবিলম্বে ক্ষমা না চাইলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
গণজাগরণ মঞ্চের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদের অংশ হিসাবে নওয়াজ শরীফ ও ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মিছিল-সমাবেশ-মানববন্ধন
নোয়াখালী
‘ক্ষুব্ধ নোয়াখালীবাসী’র ব্যানারে সকালে জেলা শহরের প্রধান সড়কে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, উন্নয়ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় তাদের হাতে ‘যুদ্ধাপরাধীদের মদদদাতা পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন কর’, ‘বাংলাদেশ থেকে পাকিস্তনের দোসরদের বিতাড়িত কর’ দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, সেক্টরস কমান্ডারস ফোরামের জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চাঁদপুর
স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নামের একটি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের শপথ চত্বরে এ সমাবেশ আয়োজন করা হয়।
গাইবান্ধা:
পাকিস্তদানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থগিত এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গাইবান্ধায় মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার জেলা শহরের ডিবি রোডে এক মানবববন্ধন আয়োজন করে জেলা গণজাগরণ মঞ্চ।
গোপালগঞ্জ:
এ ঘটনায় ধিক্কার জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, পাকিস্তান ৭১-এ তাদের অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে উল্টো তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
গোপালগঞ্জের এক সভায় তিনি বলেন, “৭১ এ বাংলার মানুষ তাদের মেনে নেয়নি। এখনো মেনে নেবে না।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়
‘অযাচিত নাক গলানো’ মন্তব্য করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সকাল ১১টার দিকে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম, মলয় ভৌমিক, জালাল উদ্দিন, সেলিনা পারভীন, মো. নজরুল ইসলাম, আজিজুল ইসলাম ও সাদেকুল আরেফিন মাতিন।