Published : 30 Sep 2013, 10:45 PM
হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মত ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলায় মঙ্গলবার রায় হবে।
সোমবার রায়ের দিন ঘোষণার পর সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেয় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের সংগঠকরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থান করে সকাল পর্যন্ত বিরতি দেয়া হবে।
গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের দিন মঙ্গলবার সকাল থেকে আবার অবস্থান চলবে।
গণজাগরণ মঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসির দাবি জানিয়েছে।
ফাইল ছবি
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন দণ্ড দেয়ার পর গত ৫ ফেব্রুয়ারি গড়ে উঠে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন। এই আন্দোলন দেশে-বিদেশে ‘বাংলা বসন্ত’ হিসাবে পরিচিতি পেয়েছে।
কাদের মোল্লাকে নিয়ে ওই আন্দোলনের মুখে ট্রাইব্যুনালের আইন সংশোধন করে। যে আইনে করা আপিলে তার মৃত্যুদণ্ড হয়।
কাদের মোল্লার পর যুদ্ধাপরাধের অন্য রায়ের দিনও শাহবাগে অবস্থান নিয়েছিলো গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।