পল্লবীতে গৃহকর্মী নির্যাতন: গৃহকর্ত্রী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2013, 03:56 PM
Updated : 26 Sept 2013, 03:56 PM

গ্রেপ্তার নওরীন আক্তার নদী (৩০) পল্লবীর ৯১/১ নম্বর সাগুফতা বাড়ির দ্বিতীয় তলার গৃহকর্ত্রী। তার স্বামী সাইফুল ইসলাম এমএলএম ব্যবসায়ী।

বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি আব্দুল লতিফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি ডাস্টবিনে আদুরি (১১) নামের এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় এক নারী। সুস্থ হওয়ার পর বুধবার শিশুটির দেয়া তথ্য ধরে নদীকে গ্রেপ্তার করে পুলিশ।

লতিফ জানান, প্রায় দুবছর আগে আদুরিকে সাইফুলের এক আত্মীয় তাদের বাসায় কাজ করতে দেন। নদী শুরু থেকেই আদুরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

এমএলএম ব্যবসায় ক্ষতি হওয়ায় সাইফুল এখন পলাতক রয়েছে বলে জানান তিনি।

মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তার নদী পল্লবী থানায় রয়েছেন বলেও জানান তিনি।