Published : 04 Apr 2013, 10:11 AM
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
আগের দিন অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশ থেকে ব্লগারদের মুক্তি দেয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।
ওই সময়সীমা পার হয়ে যাওয়ায় সোমবার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান।
বাংলা বিভাগের শিক্ষার্থী জয়নাব শান্তু ধর্মঘটের পাশাপাশি আন্দোলনের আরো কিছু কর্মসূচি ঘোষণা করেন।
Teachers and students of Dhaka University organised a protest rally to press for the release of the three arrested bloggers, among some other issues on Wednesday.
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান বলেন, “গত ২৪ ঘণ্টায় আমরা ব্লগারদের মুক্তির বিষয়ে কোনো উদ্যোগ দেখিনি। শিক্ষার্থীরা সকালে উপাচার্যের কাছে গিয়েছিল আইনি সহায়তার জন্য।
“কিন্তু উপাচার্য আমাদের যথেষ্ট সহায়তার চেষ্টা করছেন। কাজ কতদূর হচ্ছে এটা সবাই দেখছে।”
শান্তু বলেন, “পুলিশ হাই কোর্টের নির্দেশনা অমান্য করে হাতকড়া পরিয়ে ব্লগারদের দাগী আসামির মতো গণমাধ্যমের সামনে হাজির করেছে। এটি অত্যন্ত দু:খজনক ও অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের ওপর হস্তক্ষেপ।”
ব্লগারদের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের অন্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও সন্ধ্যায় আলোর মিছিল, শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালান নির্মূল কমিটিসহ ২৭টি সংগঠনের ডাকা হরতালে সমর্থন, রোববার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ।