ককটেলে স্কুলছাত্রী আহতের মামলায় আসামি শিবির নেতা

বন্দরনগরীর মোমিন রোডে ককটেল বিস্ফোরণে স্কুল ছাত্রী আহত হবার ঘটনায় ছাত্র শিবিরের সভাপতিসহ ৩৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2013, 04:55 AM
Updated : 29 March 2013, 04:56 AM

বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বাদি হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি করেন।

থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে ইসলামী ছাত্রশিবির নগর উত্তরের সভাপতি মশরুর হোসাইনসহ আটজনের নাম উল্লেখ করে এ মামলা হয়েছে। এতে আরও অজ্ঞাতনামা ত্রিশজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে সকাল পৌনে আটটার দিকে নগরীর মোমিন রোডের হেম সেন লেইনের মুখে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় মায়ের সাথে কোচিং সেন্টারে যাওয়ার সময় আহত হন অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তু বড়ুয়া (১৪)। তার ডান চোখের পাশে আঘাত লাগে।