বগুড়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বগুড়ায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2013, 06:52 AM
Updated : 28 Feb 2013, 06:52 AM
নাশকতা এড়াতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি শহরে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর শহরের কলোনি এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। তাতে বাধা দিলে পুলিশের ওপর পাঁচ/ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এরপর বিকেল ৩টায় জামায়াতের নেতাকর্মীরা শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজনকে  আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কাজল জানান।