চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2009, 10:04 AM
Updated : 8 Nov 2009, 10:04 AM
চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আখতার হোসেন এ রায় দেন।
আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেন বিচারক।
তবে এ রায়ে বাদীপক্ষ,তাদের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীও সন্তুষ্ট হতে পারেননি। বাদীপক্ষ এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামি মৌলভী আবদুস সাত্তার বাঁশখালীর বৈলছড়ি উপজেলার জামিয়া মিলিয়া আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসার শিক্ষক। তিনি ২০০৫ সালের ১৮ এপ্রিল মাদ্রাসা সংলগ্ন মাঠে খেলার সময় ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসা শিক্ষক মৌলভী আবদুস সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও যুক্তি-তর্ক শেষে বিচারক যৌন নিপীড়নের দায়ে সাত বছরের দণ্ডাদেশ দিয়েছেন।
রায়ে সন্তুষ্ট নন উল্লেখ করে তিনি বলেন, বাদি পক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল জানাবে।
ঘটনার পর শিশুটির মা বাদি হয়ে বাঁশখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩০২ঘ.