ঢাবিতে ‘চাইনিজ অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ’ সেন্টার

‘সেন্টার ফর চাইনিজ অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ’ নামে নতুন একটি সেন্টার প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 05:36 PM
Updated : 20 Sept 2017, 05:36 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এবং চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিন ওয়েনশান যৌথভাবে এই সেন্টারের নামফলক উন্মোচন করেন।

উপাচার্য আখতারুজ্জামান আশা প্রকাশ করেছেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

.

শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ‘সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ইউনিভার্সিটি এলায়েন্স’ গঠনের সম্ভাব্যতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি বিনিময় সেন্টার’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়েও ওয়েনশানের সঙ্গে আলোচনা করেন উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক  অধ্যাপক ইফফাত আরা নাসরিন মজিদ, চীনের ইউনান প্রভিনশনাল স্ট্যান্ডিং কমিটির সদস্য লি শিয়াওসান, বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ঝু মিংতং প্রমুখ।