আয়ু বেড়েছে আরও

বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু আরও খানিকটা বেড়ে ৭১ বছর ছয় মাস হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 10:42 AM
Updated : 25 April 2017, 10:42 AM

মঙ্গলবার একনেক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের একটি জরিপ প্রতিবেদনের এই তথ্য তিনি তুলে ধরেন।

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০১১ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬৯ বছর। ২০১৫ সালের জরিপের তথ্যে তা বেড়ে ৭০ বছর নয় মাস হওয়ার কথা জানানো হয় গতবছর জুনে।

এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ৭০ বছর ৩ মাস; আর নারীদের ৭২ বছর নয় মাস।

নারী-পুরুষের গড়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ু এখন বিশ্বের গড়ের চেয়ে দুই মাস বেশি বলে মুস্তফা কামাল জানান। ২০১৬ সালে বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭১ বছর ৪ মাস।