শেকৃবি শিক্ষক সমিতির নেতৃত্বে নজরুল-মিজানুর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকদের হারিয়ে সবগুলো পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 12:04 PM
Updated : 23 March 2017, 12:04 PM

উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম সমিতির সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেকৃবির ২৩১ জন শিক্ষকের মধ্যে ১৮৯ জন ভোটার। এদের মধ্যে ১৭৫ জন শিক্ষক ভোট দিয়েছেন।

সভাপতি পদে বিজয়ী নীল দলের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক মো. ছরোয়ার হোসেন পেয়েছেন ৫২ ভোট।

সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক নাহিদ জেবা পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী নীল দলের অধ্যাপক মিজানুর পেয়েছেন ১১৪ ভোট। এই পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক এইচ এম এম তারিক হোসেন পেয়েছেন ৫৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক মো. শহিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সাদা দলের প্রার্থী অধ্যাপক মো. একরামুল হক পেয়েছেন ৫৪ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক জামিলুর রহমান পেয়েছেন ৬০ ভোট। 

অধ্যাপক রোকেয়া বেগম (১০৬ ভোট), সহযোগী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম খান (৯৯ ভোট), সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২ ভোট), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০ ভোট), সহকারী অধ্যাপক মো. মেফতাউল ইসলাম (৯০ ভোট) এবং সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (৮৯ ভোট) সদস্য পদে নির্বাচিত হয়েছেন।