কোকোর শ্বশুরকে বনানীতে দাফন

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর এমএইচ হাসান রাজাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:30 AM
Updated : 19 March 2017, 11:30 AM

রোববার দুপুরে বনানীর ডিওএইচএস মসজিদে জানাজা শেষে খালেদা জিয়ার বেয়াইকে দাফন করা হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকনসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রয়াতের আত্মীয় স্বজনরা অংশ নেন।

আগামী শুক্রবার বিকালে বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে হাসান রাজার কুলখানি হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় ৭৩ বছর বয়সী প্রকৌশলী হাসান রাজার। কিডনি জটিলতায় গত ১৩ মার্চ থেকে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বাবার মরদেহ দেখতে শনিবার রাতে দুই মেয়েকে নিয়ে দেশে ফিরেছেন কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি।

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর থেকে মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে  লন্ডনেই থাকছেন সিঁথি।

কোকোর ভাই তারেক রহমানও রয়েছেন সেখানে। কোকোর মতো তিনিও আদালতের দণ্ড মাথায় নিয়ে বিদেশে অবস্থান করছেন।

শুক্রবার মৃত্যুর পর হাসান রাজার লাশ গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ নিয়ে যাওয়া হয়। বিএনপিপ্রধান সেখানেই বেয়াইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এ সময়ে কেকোর শাশুড়ি মোখলেমা রেজা, খালেদা জিয়ার বড় বোন সেলিমা হোসেন, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমাসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।