সাংসদ লিটন, বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

গাইবান্ধার সংসদ সদস‌্য মঞ্জুরুল ইসলাম লিটন এবং আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 08:46 AM
Updated : 2 Jan 2017, 08:46 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দুটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করে।

গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু হয়।

অন্যদিকে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যান্সারে আক্রান্ত বিচারপতিকে দুই বছর সিঙ্গাপুরে চিকিৎসার পর গত ৩০ ডিসেম্বর ঢাকায় আনা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮৪ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে হাই কোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন বজলুর রহমান।

২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ২০০৯ সালের ১০ মে হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন তিনি।