প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস‌্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 04:32 PM
Updated : 21 Oct 2016, 04:32 PM

ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলটি শুক্রবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী কোনো দেশে কর্মকাণ্ড চালাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না।

সন্ত্রাসীদের অর্থায়ন ও অস্ত্রের উৎসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

গোলাম নবী আজাদ সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানের প্রসংশা করে বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে একসাথে যুদ্ধ করতে হবে।”

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেছেন, বাংলাদেশ এখন ‘সবচেয়ে দ্রুত বর্ধনশীল’ অর্থনীতি।

ইন্দিরা গান্ধীর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চিঠি হস্তান্তর করেন গোলাম নবী আজাদ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাঙালির পাশে দাঁড়ানো ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে লিখতে শেখ হাসিনাকে অনুরোধ জানান তিনি।

মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের জনগণ ও সরকারের সহায়তার জন্য কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতের সময় জাতীয় সংসদের সদস্য শেখ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।