যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার নেত্রকোণার রমজান আলী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 04:11 PM
Updated : 30 Sept 2016, 05:21 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তার মৃত্যু হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবির জানিয়েছেন।

৭৪ বছর বয়সী রমজান কিডনি, ফুসফুস ও পেটের সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি।

এই কারা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব সমস্যার জন্য গত ৮ সেপ্টেম্বর রমজানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান।”

নেত্রকোণার দুর্গাপুরের ফুলপুর গ্রামের রমজানকে গত ১৩ এপ্রিল নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ছদ্মনাম নিয়ে গত ২০ বছর ধরে তিনি নরসিংদীতে বসবাস করছিলেন বলে গণমাধ্যমের খবর।

রমজান আলীর বিরুদ্ধে মামলা সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান বলেন, “নেত্রকোণায় যুদ্ধাপরাধের একটি মামলায় গ্রেপ্তার চার আসামির একজন ছিলেন রমজান। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

“মামলার আসামিদের সম্পর্কে তথ্য-প্রমাণ আমরা পাচ্ছি। তদন্ত শেষে তা ট্রাইব্যুনালে দেওয়া হবে।”