শাহজালালে ‘অস্ত্রসহ’ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি ‘পিস্তলসহ’ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 09:12 AM
Updated : 27 Sept 2016, 09:31 AM

আনিসুল ইসলাম ও মনির বেন আলী নামের ওই দুই ব‌্যক্তি জার্মান পাসপোর্টধারী। খেলনা পিস্তলের ঘোষণা দিয়ে আনা অস্ত্রগুলো নিয়ে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে কাস্টমস কর্মকর্তাদের ভাষ‌্য।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় নামেন ওই দুই ব‌্যক্তি।

“গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়।”

কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর জানান, খেলনা পিস্তল ঘোষণা দিয়ে একটি কার্টনে করে অস্ত্রগুলো আনা হয়। দুইজনকে আটক করার পর অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবের বিশেষজ্ঞকে ডেকে আনা হয়।

বিশেষজ্ঞ সেগুলো ‘আসল’ বলে জানালে বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই জার্মান যাত্রীকে আটক করা হয়। 

বিকালে বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে বলে কাস্টম কর্মকর্তারা জানান।