গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে সাক্ষ‌্য দিলেন বাদী

ক্রিকেটার শাহাদাত হোসেনের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপী নির্যাতন মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী খন্দকার মোজাম্মেল হক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 02:44 PM
Updated : 27 Oct 2016, 09:27 AM

তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপী।

বুধবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সাক্ষ‌্য গ্রহণ করা হয়।

একইদিন দুই চিকিৎসক নুসরাত ফাতেমা ও মাধবী আক্তার বিচারক তানজিনা ইসমাইলের আদালতে সাক্ষ্য দেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার পল্লবীর সাংবাদিক কলোনির সড়কে ওই শিশু গৃহকর্মীকে অচেতন অবস্থায় পাওয়ার পর তাকে থানায় নিয়ে গিয়েছিলেন সাংবাদিক মোজাম্মেল।

ঘটনা শুনে তিনি বাদী হয়ে জাতীয় ক্রিকেট দলের পেসার শাহদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ মিরপুর ২ নম্বর সেকশনের বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করে।

শাহাদাতের আইনজীবী নজিবুল্লাহ হিরুর জেরার জবাবে বাদী মোজাম্মেল বলেন, “আসামিপক্ষ যে আপসনামা জমা দিয়েছেন সেখানে আমার স্বাক্ষরের মত দেখতে একটি স্বাক্ষর থাকলেও তা আমার নয়।”

এর আগে বাদী আসামী হিসেবে হিসেবে কাঠগড়ায় দাঁড়ানো শাহাদাতকে শনাক্ত করেন।