১৫ অগাস্ট খালেদার জন্মদিন পালন বন্ধে আদালতে আবেদন

বঙ্গবন্ধুকে হেয় করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে ১৫ অগাস্টে জন্মদিন পালন করছেন অভিযোগ করে তা বন্ধে মামলার অনুমতি চেয়ে আদালতে আবেদন হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 07:36 AM
Updated : 30 August 2016, 10:54 AM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার আবেদনটি করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা গাজী জহিরুল ইসলাম।

আবেদনকারীর আইনজীবী দুলাল মিত্র জানান, বিচারক মাজহারুল ইসলাম বাদীর জবানবন্দি নিলেও এখনো কোনো আদেশ দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দণ্ডবিধির ৪৬৯ ধারায় করা এই আবেদনে বলা হয়েছে, তিনি জাতীয় শোক দিবসে উদ্দেশ্যমূলকভাবে এই জন্মদিন পালন করেন বঙ্গবন্ধুর মতাদর্শীদের ছোট করা এবং বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবসকে ম্লান করার জন্য।”

মামলার আবেদনের সঙ্গে খালেদা জিয়ার মেশিন রিডেবেল পাসপোর্টের ফটোকপি, বিয়ের কাবিননামা, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মার্কশিট এবং ১৯৯১ সালের নির্বাচনের সময় দৈনিক বাংলায় প্রকাশিত খালেদা জিয়ার জীবনবৃত্তান্ত সংক্রান্ত একটি কপি সংযুক্ত করা হয়েছে বলে জানান দুলাল মিত্র।

“আর্জিতে বলা হয়েছে, হঠাৎ করে ১৯৯৩ সালের ১৫ অগাস্ট থেকে খালেদা জিয়া জন্মদিন পালন করছেন, যা উদ্দেশ্যমূলক। সংযুক্ত করা কাগজপত্রের কোনোটাতে তার জন্মদিন ১৫ অগাস্ট বলে উল্লেখ করা হয়নি।”

মামলার আর্জিতে সাংবাদিকসহ বেশ কয়েকজনকে সাক্ষী রাখা হয়েছে বলে জানান তিনি।