শিল্পকলায় ‘বাঘ যাত্রা’

সুন্দরবনের বাঘ রয়েল বেঙ্গল টাইগার নিয়ে রাজধানীতে শুরু হয়েছে শিল্পী নাজির হোসেনের একক চিত্রপ্রদর্শনী।   

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 04:22 AM
Updated : 30 July 2016, 04:22 AM

শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘বাঘ যাত্রা’ শীর্ষক সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি প্রদর্শনীটির আয়োজন করেছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, বাঘের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে আসছে। এদিকে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ ও সংস্কৃতিকর্মীদেরও নজর দিতে হবে।

“বাঘ রক্ষায় আমরা এগিয়ে না এলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না”, বলেন তিনি।

অনুষ্ঠানে ইউএসএইড এর বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাকটিভিটির প্রধান গ্যারি এফ. কলিন্স বাঘকে ‘বাংলাদেশের প্রতীক’ অ্যাখ্যা দিয়ে বলেন, মুষ্টিমেয় মানুষের লোভের কারণে সেই বাঘ আজ ধ্বংসের মুখে।

“এ ধ্বংসযজ্ঞ রুখতে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রয়েল বেঙ্গল টাইগার রুখতে ‘সবাইকে বাঘের মত এগিয়ে’ আসার আহ্বান জানান।

প্রদর্শনী নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিল্পী নাজির হোসেন বলেন, “আমার লক্ষ্য ছিল, শিল্পকর্মের মাধ্যমে দেশকে তুলে ধরা। বাঘকে ঘিরেই সেই লক্ষ্য খানিকটা অর্জন করতে পেরেছি। আমার ধ্যান-জ্ঞান সবই এখন এই বাঘ নিয়ে।”

বাঘ নিয়ে সব মিলিয়ে ৩০ হাজারেরও বেশি ছবি একেছেন এ শিল্পী। জানালেন, এবারের প্রদর্শনীতে ইন্ডিজেনাস আর্ট ফর্ম ও ট্রেডিশনাল ফোক মোটিফভিত্তিক তার বেশ কয়েকটি নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনী আগামী ৫ অগাস্ট পর‌্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।