ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ

আসন্ন রোজার ঈদে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মনিটরিং টিমগুলো কার্যক্রম সমন্বয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 07:55 AM
Updated : 1 July 2016, 07:55 AM

আগামী ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৭ দিন নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে বলে শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিআরটিএ’র এলেনবাড়ি (তেজগাঁও) সদর দপ্তরে এই নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে (টেলিফোন ০২-৯১৩০৬৬২, মোবাইল - ০১৯৬৬৬২২০১৯) সড়কের পরিস্থিতি সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বুধবার ঈদ ধরে এবার ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রোববার শবে কদরের ছুটি। মাঝের একমাত্র কার্যদিবস ৪ জুলাইও সরকার ছুটি ঘোষণা করেছে।

শুক্র ও শনিবার সাপ্তাহিত ছুটি হওয়ায় বৃহস্পতিবার বিকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে ঈদে ঘরমুখো মানুষ।