বিদ্যুৎ উৎপাদনে ৯ হাজার মেগাওয়াটের মাইলফলক

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন নয় হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 06:17 PM
Updated : 30 June 2016, 06:18 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে নয় হাজার ৩৬ মেগাওয়াট, যা এযাবৎকালের সর্বোচ্চ।

এর আগে শনিবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল আট হাজার ৯৪২ মেগাওয়াট।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে।

২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল চার হাজার ৩৬ মেগাওয়াট।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত মে মাস পর্যন্ত দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উন্নীত হয়েছে ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াটে। আওয়ামী লীগ ঘোষিত রূপকল্প ২০২১ অর্জনের জন্য আরও ১৬ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

এ লক্ষ্যে ২৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন, ২০টি নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন এবং আটটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পরিকল্পনাধীন রয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমের আওতায় ২০৩০ সালের মধ্যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।